শিরোনাম

আমেরিকাকে সতর্ক করলো চীন

নিউজ ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে এবার সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। গতকাল বুধবার চীনের বার্ষিক পার্লামেন্ট অধিবেশন ‘ন্যাশনাল পিপল’স কংগ্রেস’র শেষ দিনে তিনি এ হুঁশিয়ারি দেন। লি কেকিয়াং আমেরিকার উদ্দেশে বলেন, ‘কোনো বাণিজ্যিক যুদ্ধ শুরু হোক, তা আমরা চাই না। ‘

এপ্রিলের প্রথম সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা। এর মধ্যেই এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন চীনের প্রধানমন্ত্রী। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যেই যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের আমদানির ওপর চড়া শুল্ক বসানোর হুমকি দেয়া হচ্ছে। চীনের ন্যাশনাল পিপল’স কংগ্রেসের শেষ দিনে এ নিয়েই মুখ খোলেন দেশটির প্রধানমন্ত্রী।

লি কেকিয়াংয়ের ভাষায়, ‘এই সম্পর্ক শুধু চীন আর যুক্তরাষ্ট্রের জন্যেই গুরুত্বপূর্ণ নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আমেরিকাকে সতর্ক করলো চীন"

Leave a comment

Your email address will not be published.


*