নিউজ ডেস্ক : নভেম্বরেই সাত পাকে বাধা পড়ছেন ব্যবসায়ী মুকেশ আম্বানির মেয়ে ইশা। মেয়ের বিয়েতে কোনো কমতি রাখতে চান না মুকেশ ও নীতা আম্বানি। গ্র্যান্ড পার্টির মধ্যে দিয়েই পরিবারের এই বিশেষ মুহূর্ত সেলিব্রেট করতে চান আম্বানিরা।
বিয়ের অতিথি তালিকায় যে দেশের হু’জ হু’রা উপস্থিত থাকবেন তা স্বাভাবিক। কিন্তু চমক হিসেবে বিয়ের অনুষ্ঠানে থাকবে বলিউডের কিং খানের পারফরম্যান্স। সূত্রের খবর, মুকেশ আম্বানির মেয়ের বিয়েতে পারফর্ম করবেন শাহরুখ খান। সঙ্গে থাকবেন আরও অনেক বলিউড তারকা।
এমনিও আম্বানিদের সঙ্গে শাহরুখের সম্পর্ক যথেষ্ট ভালো। যদিও ব্যবসায়ী পরিবারের তরফে এ নিয়ে কিছু বলা হয়নি। কিন্তু, এটি যে বছরের সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিয়ে হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই।
সূত্র-এই সময়
Be the first to comment on "আম্বানি কন্যার বিয়ে ॥ মঞ্চ মাতাবেন শাহরুখ"