শিরোনাম

ইইউ’র সঙ্গে আলোচনা করে সমাধান বের করা হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : ইপিজেডে আইএলও কনভেনশন অনুযায়ী ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে একটি সমাধান বের করা হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইপিজেড এলাকায় ওয়ার্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে। তাদের দর-কষাকষির ক্ষমতা আছে। সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এছাড়া ইইউ আমাদের বিশ্বস্ত অংশীদার। ’

বৈঠক সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, ‘তাদের সঙ্গে আজ আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। তারাও খুব সন্তুষ্ট হয়েছেন। ’

এ ছাড়াও আলোচনায় গার্মেন্টস পণ্যের দাম বাড়ানোর ব্যবস্থা নিতে ইইউ প্রতিনিধিদলের কাছে অনুরোধ জানান মন্ত্রী। এ সময় ইইউ প্রতিনিধিদলের প্রধান আর্নে লেইতজ বলেন, তাঁদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে।

এর আগে গতকাল সোমবার বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধিদলটি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ইইউ’র সঙ্গে আলোচনা করে সমাধান বের করা হবে: বাণিজ্যমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*