নিউজ ডেস্ক : ইপিজেডে আইএলও কনভেনশন অনুযায়ী ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে একটি সমাধান বের করা হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এরপর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ইপিজেড এলাকায় ওয়ার্কার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে। তাদের দর-কষাকষির ক্ষমতা আছে। সুতরাং এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এছাড়া ইইউ আমাদের বিশ্বস্ত অংশীদার। ’
বৈঠক সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, ‘তাদের সঙ্গে আজ আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। তারাও খুব সন্তুষ্ট হয়েছেন। ’
এ ছাড়াও আলোচনায় গার্মেন্টস পণ্যের দাম বাড়ানোর ব্যবস্থা নিতে ইইউ প্রতিনিধিদলের কাছে অনুরোধ জানান মন্ত্রী। এ সময় ইইউ প্রতিনিধিদলের প্রধান আর্নে লেইতজ বলেন, তাঁদের আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে।
এর আগে গতকাল সোমবার বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করেন ইইউ প্রতিনিধিদলটি।
Be the first to comment on "ইইউ’র সঙ্গে আলোচনা করে সমাধান বের করা হবে: বাণিজ্যমন্ত্রী"