নিউজ ডেস্ক॥ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে বৈঠকে অংশ নিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের মোকাব্বির খান, নাগরিক ঐক্যের এস এম আকরাম। বেলা সাড়ে তিনটা থেকে বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাসহ অন্য কমিশনাররা উপস্থিত রয়েছেন।
নির্বাচনের তারিখ এক মাস পিছানো ও লেভেল প্লেয়িং ফিল্ড এর দাবি নিয়ে ঐক্যফ্রন্ট নেতারা বৈঠকে আলোচনা করবেন বলে ফ্রন্টসূত্র নিশ্চিত করেছে।
Be the first to comment on "ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট"