নিউজ ডেস্ক ॥ যশোরের মণিরামপুরে তিন বৃদ্ধকে কান ধরে ছবি তোলার ঘটনায় যখন তুমুল সমালোচনার মুখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান, ঠিক তখনই আর এক সরকারী কর্মকর্তার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে কুড়িয়েছেন প্রশংসা।
নড়াইল জেলা প্রসাশক কার্যালয়ের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন ভৈরব উপজেলার দুই গ্রামের আধিপত্য নিয়ে দাঙ্গা চলাকালীন সময়ে গ্রামবাসীর মধ্যে দ্বন্দ্ব নিরসনের একটি ছবি তার ফেসবুক ওয়ালে শুক্রবার (২৭ মার্চ) রাতে পোষ্ট করেন। ছবিটি ফেসবুকে ভাইরাল হয়। সাথে সাথে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জাকির হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রসংশা করেন। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ছবিটি দেখে নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজার পিতা গোলাম মর্তুজা স্বপন ইউএনও জাকির হোসেন সম্পর্কে বলেছেন, নড়াইলে যখন জাকির হোসেন বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তখনই প্রমান করেছেন তিনি একজন যোগ্য অফিসার । প্রতিটা দপ্তরে তার মত অফিসার দরকার।
নড়াইলের সাংবাদিক মোস্তফা কামাল তার ফেসবুক পেজে লিখেছেন দুইজন অফিসার দুধরনের। একজন বিনয়ী, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেন। অন্যজনের নাম নাই বা বললাম!
ফেরদৌস টিটু জাকির হোসেনকে উদ্দেশ্য করে লিখেছেন, বৃক্ষের সার্থকতা যেমন ফল ধারণে সেইরকম নৈতিক গুনাবলীর সার্থকতা শান্তি লাভে। সেই শান্তির দূত হিসেবই হয়তো আপনাকে পাঠিয়েছিলেন সৃষ্টি কর্তা ।
বর্তমানে কর্মরত ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন ফেসবুক আইডিতে লিখেছেন…
বিনয়ী হোন! মানুষকে ভালবাসুন, সম্মান করুন। তাহলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। সরকারি চাকুরিতে এসে অগণিত মানুষের দোয়া, ভালবাসা ও সমর্থন পেয়েছি। কারণ মানুষকে ভালবাসা ও সম্মান করার শিক্ষাটা পরিবার থেকে পেয়েছিলাম।
এই ছবিটি ভৈরব উপজেলার দুই গ্রামের আধিপত্য নিয়ে দাঙ্গা চলাকালীন সময়ের। সময়ের প্রয়োজনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অনেকের সহযোগিতায় এই দাঙ্গাও থামাতে সক্ষম হয়েছিলাম।
এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ বলেন, জাকির হোসেন যখন নড়াইলে কর্মরত ছিলেন, তখনও তিনি অনেক সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। জাকিরের মত অফিসার আমাদের গর্ব।
Be the first to comment on "ঈশ্বরগঞ্জের ইউএনও’র মহতি উদ্যোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, সর্বত্র প্রশংসা"