শিরোনাম

উপস্থাপনায় ও অভিনয়ে ব্যস্ত এ্যানি

নিউজ ডেস্ক : আজ থেকে প্রায় ছয় বছর আগে নাবিল আশরাফ পরিচালিত ‘ভালোবাসার রংধনু’ নামে একটি ছবি দিয়ে চিত্রজগতে পদার্পণ করলেও ছবিটি এখনও আলোর মুখ দেখেনি। তবে থেমে থাকেননি এ্যানি। সিনেমায় না হলেও নাটকে অভিনয়ের মাধ্যমে মিডিয়ায় নিয়মিত ছিলেন। পাশাপাশি বিজ্ঞাপনেও সরব। এর মধ্যে উপস্থাপক হিসেবেও ক্যারিয়ারের নতুন দিক উন্মোচন করেন তিনি। তবে অভিনয়ের ব্যস্ততার জন্য মাঝে উপস্থাপনা থেকে কিছুদিন দূরে ছিলেন। সম্প্রতি আবারও উপস্থাপনায় ব্যস্ত হয়েছেন।

উপস্থাপনা করলেও অভিনয় কিন্তু বন্ধ নেই তার। বৈশাখী টিভিতে হাসান জাহাঙ্গীরের নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’-এ নিয়মিত অভিনয় করছেন তিনি। এছাড়াও দেবাশীষ বড়ুয়া দীপের নির্দেশনায় ‘প্রেম মানে ভালোবাসা নয়’, কায়সার আহমেদের ‘ফুলকি’, মতিয়া বানু শুকুর ‘আগুন আল্পনা’, ওয়ালিদের ‘জলে ভেজা রং’, ‘অন্ধকারের অন্তরাল’ ধারাবাহিকেও নিয়মিত শুটিং করছেন।

পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও বেশ সচেতন তিনি। কোনো ধরনের স্ক্যান্ডালের সঙ্গে নিজেকে জড়াতে চান না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৮ সালে বিয়ে করব। তবে অবশ্যই সেটা পারিবারিকভাবেই হবে। নিশ্চয়ই আমার পরিবার আমার জন্য যেটা ভালো হবে সেটাই করবে। ’আজ তার জন্মদিন। দিনটিতে বিশেষ কোনো আয়োজন নেই। ঘরোয়াভাবেই দিনটি পালন করবেন বলে জানিয়েছেন এ্যানি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "উপস্থাপনায় ও অভিনয়ে ব্যস্ত এ্যানি"

Leave a comment

Your email address will not be published.


*