শিরোনাম

উৎসবের প্রস্তুতি রিয়ালে, অলৌকিকতার দিকে তাকিয়ে বার্সা!

নিউজ ডেস্ক : শেষ মুহূর্তের জন্য সমস্ত নাটকীয়তা জমিয়ে রেখেছে স্প্যানিশ লা লিগা। লিগে ম্যাচ বাকি মাত্র একটি। শিরোপার নিষ্পত্তি হয়নি এখনও। ৩৩তম লিগ শিরোপা ঘরে তুলতে রিয়াল মাদ্রিদের দরকার মাত্র ১ পয়েন্ট। আর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার এইবারের বিপক্ষে শুধু ম্যাচ জিতলেই চলবে না, কামনা করতে হবে মালাগার বিপক্ষে যেন হার দেখে রিয়াল। লুই এনরিকে কিন্তু আশা ছাড়ছেন না। বার্সা কোচের বিশ্বাস, শেষ পর্যন্ত ভাগ্যদেবী হাসবেন তাদের দিকে।

রবিবার চালকের আসনে বসেই মালাগার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সমান ৩৭ ম্যাচ খেলে ৯০ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে তিন পয়েন্টে এগিয়ে আছে জিনেদিন জিদানের শিষ্যরা। শেষ ম্যাচে জয় পেলে তো কথাই নেই, ড্র করলেও শিরোপা নিজেদের করে নেবে তারা। ২০১২ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের এই আনন্দকে উৎসবে রূপ দিতে প্রস্তুত হচ্ছে লস ব্লাঙ্কোসরা।

চোটের কারণে দলের বাইরে গ্যারেথ বেল এবং পেপে। এমনিতে আর কোনো সমস্যা নেই। দুর্দান্ত ফর্মে আছেন সবাই। বলা হচ্ছে রিয়ালের সাইড বেঞ্চের দলও বিশ্বের যেকোনো ক্লাবের চেয়ে সেরা। মোরাতা, লুকাস ভাসকুয়েজ, মার্কো আসেনসিওরা সুযোগ পেলেই আগুন ঝরাচ্ছেন। আর মূল একাদশের খেলোয়াড়দের অবস্থা সহজেই অনুমেয়। রোনালদো, বেনজেমারা সামনে যে দলকেই পাচ্ছেন উড়িয়ে দিচ্ছেন। চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ও সেমিফাইনাল মিলিয়ে ১০ গোল করেছেন রোনালদো। লিগে সেল্টা ভিগোর বিপক্ষে সর্বশেষ ম্যাচে আছে জোড়া গোলও।

এমন দলের বিপক্ষে নিজেদের মাঠে জ্বলে উঠতে পারবে মালাগা? আন্দালুসিয়ান ক্লাবটি পারুক না পারুক, নিজেদের কাজ ঠিকঠাক সেরে রাখতে চান এনরিকে। ন্যু ক্যাম্পে বার্সার হয়ে তার শেষ ম্যাচে এইবারকে হারিয়ে তিন পয়েন্ট পাওয়াটাই জরুরি মনে করেন মেসি-নেইমারদের কোচ।

বললেন, এইবারকে হারানোই এখন আমাদের মূল কাজ। যদি লিগ জিততে পারি তাহলে তা হবে অসাধারণ। আর না পারলে শিরোপাজয়ীদের অভিনন্দন জানাবো কারণ পেশাদারিত্বের বিবেচনায় তাইতো হওয়া উচিত।

এইবারের বিপক্ষে ম্যাচটা মেসিদের জন্যও বিশেষ আবেগের। শেষবারের মত বার্সার কোচ হয়ে কাতালানদের ডাগআউটে বসতে যাচ্ছেন এনরিকে। তাই তাকে জয় উপহার দিয়ে বিদায় জানাতে নিশ্চয়ই প্রস্তুত মেসি-নেইমার-সুয়ারেজরা! আবেগে ভাসছেন এনরিকে নিজেও। বিদায় কালে সবাইকে কৃতজ্ঞতা জানালেন হৃদয় থেকে।

বললেন, সত্যিই অসাধারণ একটা সময় কাটিয়েছি এখানে। সবাইকে ধন্যবাদ। আমি কিন্তু একবারেই বিদায় নিচ্ছি না। পরের মৌসুম থেকে সমর্থকদের আসন আমাকে ঠিকই দেখতে পাবেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "উৎসবের প্রস্তুতি রিয়ালে, অলৌকিকতার দিকে তাকিয়ে বার্সা!"

Leave a comment

Your email address will not be published.


*