নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত কোন কিছু করলেই যেন তা খবরের শিরোনাম হয়ে যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘রেঙ্গুন’। এছাড়াও এই বছরেই বড় বাজেটের এই অভিনেত্রীর আরও দুটি ছবি মুক্তি পাবে বলে জানা গেছে। সুতরাং বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। এত ব্যস্ততার মাঝেই এবার চলচ্চিত্র পরিচালনার ঘোষণা দিলেন এই অভিনেত্রী।
জানা গেছে, তিনবার জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রী পরিচালক হিসেবে প্রথম যে ছবিটিতে কাজ করবেন, সেটি একটি বায়োপিক ছবি। পরিচালনার পাশাপাশি তিনিও নিজেও অভিনয় করবেন এই ছবিতে। সামনের বছর শুরু হবে এই ছবির কাজ। তবে কার জীবনী নিয়ে বায়োপিক করবেন, তা কিন্তু রহস্যই রেখে দিয়েছেন এই নায়িকা।
Be the first to comment on "এবার পরিচালনায় আসছেন কঙ্গনা"