শিরোনাম

এ বিজয় বাংলাদেশের ক্রিকেটে একটি মাইলফলক : রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক : শততম টেস্টে স্মরণীয় জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রবিবার টেস্টে জয়লাভের পরপরই এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, “শততম টেস্টের এ বিজয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি মাইলফলক।

তিনি আরো বলেন, “এ জয়ের ফলে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেট অনুরাগীরা আরো উৎসাহিত হবে এবং ক্রিকেটের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। ”

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও জয়ের এ ধারা অব্যাহত রাখবে।

এ ছাড়াও ঐতিহাসিক এই বিজয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ দলের খেলোয়াড়, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও ক্রিকেট ভক্তদের উষ্ণ অভিনন্দন জানান।

উল্লেখ্য, আজ রবিবার কলম্বোর পি সারা ওভাল ষ্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ৪ উইকেটে শততম টেস্টে জয় পায় বাংলাদেশ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "এ বিজয় বাংলাদেশের ক্রিকেটে একটি মাইলফলক : রাষ্ট্রপতি"

Leave a comment

Your email address will not be published.


*