শিরোনাম

কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে টুইটার

নিউজ ডেস্ক : চলতি সপ্তাহের শেষ নাগাদ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটার। ছাঁটাইয়ের হার হবে মোট কর্মীর ৮ শতাংশ। বিশ্বস্ত সূত্রের বরাতে খবরটি জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সংবাদমাধ্যম জানায়, প্রায় ৩০০ কর্মী অর্থাৎ ৮ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে। টুইটারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি গত বছর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণের পর একই সংখ্যক কর্মী ছাঁটাই করা হয়।

সপ্তাহের শেষ নাগাদ কম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের আগেই এ ঘোষণা আসতে পারে বলে সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে টুইটারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি। মুনাফা ঝুঁকিতে থাকা কম্পানিটি খরচ কমাতে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। পাশাপাশি কর্ম কৌশলে পরিবর্তন হিসেবে সম্প্রতি বিক্রি বাড়াতে ব্যাংকারদের সঙ্গে চুক্তি করেছে বলে জানা গেছে। গত এক বছরে পুঁজিবাজারে টুইটারের শেয়ারের মূল্য প্রায় ৪০ শতাংশ কমেছে।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিচ্ছে টুইটার"

Leave a comment

Your email address will not be published.


*