নিউজ ডেস্ক : কলকাতার উঠতি অভিনেতা বনি সেনগুপ্ত এখন ঢাকা পৌঁছেছেন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘মনে রেখো’ ছবিতে অভিনয় করতে গতকাল শনিবার ঢাকায় আসেন এই অভিনেতা। বনির বিপরীতে ছবিটিতে রয়েছেন মাহিয়া মাহি। শনিবার রাত ৯টায় ঢাকায় পৌঁছেন বনি সেনগুপ্ত। আজ সাভারে ছবির মহরতে অংশ নেবেন তিনি। এরপরেই টানা শুটিং শুরু হবে। সেই শুটিংয়েও অংশ নেবেন বনি। বনি কলকাতার ‘বরবাদ’, ‘পারব না ছাড়তে তোকে’, ও ‘ইডিয়ট’ ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে পরিচিত করে তোলেন।
Be the first to comment on "কলকাতার অভিনেতা বনি ঢাকায়"