অনলাইন রিপোর্টার॥ শনিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বাংলাদেশ নৌবাহিনীর ৩টি যুদ্ধ জাহাজ আনুষ্ঠানিক উদ্বোধনের করবেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী বেলা ১১টায় নেভাল একাডেমিতে পৌঁছাবেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিন জানান, ৩টি যুদ্ধ জাহাজের উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার চট্টগ্রাম যাচ্ছেন। বাংলাদেশ নেভাল একাডেমির (বিএনএ) বানৌজা সমুদ্র অভিযান, বানৌজা স্বাধীনতা ও বানৌজা প্রত্যয়ের কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। নগরীর পতেঙ্গার নেভাল একাডেমিতে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে নৌবাহিনী। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে যাবেন।
Be the first to comment on "কাল চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী"