শিরোনাম

কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার মিরপুরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রফিকুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি একজন ডাকাত এবং ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গতরাত ৩টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালিগাড়া ব্রিজের কাছে কথিত এ বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম রাজবাড়ী জেলার মাছপাড়া গ্রামের আজিজ শেখের ছেলে।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ওসি ছাবিবরুল ইসলাম বলেন, “কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কালিগাড়া ব্রিজের কাছে একদল ডাকাত সড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট চলা বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ”

ছাবিবরুল ইসলাম আরও বলেন, “ঘটনাস্থল থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি, দুইটি হাসুয়া এবং ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ” নিহত রফিকুল ইসলামের বিরুদ্ধে কুষ্টিয়া ও রাজবাড়ী থানায় ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১"

Leave a comment

Your email address will not be published.


*