নিউজ ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা অসাধারণ একটা মুহূর্ত। এই ম্যাচে এত উত্থাণ-পতন ছিল যে বোঝা যাচ্ছিল না কে জিতবে।” রবিবার ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ১০৮ রানের জয় তুলে নেওয়ার পর বলছিলেন মুশফিকুর রহিম। বাংলাদেশ অধিনায়ক চা বিরতির সময়ের কথাও তুলে ধরলেন, “চা বিরতির সময় কোচ রেগে আগুন হয়েছিলেন। আমরা ভালো বল করত পারছিলাম না। এরপর বোলাররা ভালো জায়গায় বল করলো। দারুণ করলো। বোলাররা অসাধারণ এক কাজ করলো।”
আসলে চা বিরতির সময় ভয় ধরানোই ছিল অবস্থাটা। কোনো উইকেট না হারিয়ে ১০০ রান ইংল্যান্ডের। তাদের সামনে ২৭৩ রানের টার্গেট। চট্টগ্রামের মতো এখানেও মুঠো গলে জয় বেরিয়ে যাওয়ার শঙ্কা। কোচ চন্দিকা হাতুরাসিংহে বোলারদের তখন বেশ একহাত নিয়েছিলেন। এবং চা বিরতির পর মেহেদী হাসান মিরাজ ৬ ও সাকিব আল হাসান ৪ উইকেট নিলেন। আর ২২.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ইংল্যান্ড অল আউট ১৬৪ রানে!
১২ উইকেট নিয়ে ম্যাচের সেরা মেহেদী। ১৯ উইকেট নিয়ে ১-১ এ ড্র করা সিরিজের সেরা খেলোয়াড়ও মেহেদী। তবে ক্যারিয়ারের প্রথম সিরিজে তার কাছ থেকে এই চমক আশা করেনি কেউ। এমনকি মুশফিকও না। “মেহেদী যে এতটা আলো ছড়াবে তা আমরা ভাবিনি। সে ভালো ব্যাটসম্যানও। বাংলাদেশের দারুণ এক অল রাউন্ডার সে হবে বলে আশা করা যায়।”
তবে প্রায় ১৫ মাস পর টেস্ট সিরিজ খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ অধিনায়ক আরো টেস্ট খেলার আকুতিটা জানিয়ে রাখলেন। “আমরা আরো বেশি টেস্ট খেললে আরো ভালো ফল করতে পারবো বলে আশা রাখি।” মুশফিক বলেছেন, “আশা করি আইসিসি ও অন্য বোর্ডগুলো আমাদের আরো সিরিজ খেলার সুযোগ করে দেবে। ইংল্যান্ড বোর্ডকে ধন্যবাদ এখানে আসায়। ধন্যবাদ নিরাপত্তা দলকেও।
Be the first to comment on "কোচের ধমকেই বিরতির পর বদলে গেল বাংলাদেশ!"