নিউজ ডেস্ক : বলিউড আবার সরগরম!
চলতি বছরের মে মাসে, মুম্বাই মাতাতে আসছেন গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী জাস্টিন বিবার। ২৩ বছরের এই কানাডিয়ান সংগীতশিল্পীকে নিয়ে মেতে রয়েছে এ প্রজন্মের প্রায় সকলেই।
মুম্বাইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে, ১০ মার্চ তাঁর পারফরম্যান্স রয়েছে। ‘পারপাস ওয়ার্ল্ড ট্যুর’ নামেই জাস্টিন সারা দুনিয়া ঘুরে অনুষ্ঠান করছেন।
শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তিনি জাসটিন বিবারের গান খুবই পছন্দ করেন। ভারতে তাঁর থাকাকালীন, গেটওয়ে অফ ইন্ডিয়া, ইস্কনের মন্দির, কোলাবা, বান্দ্রা, এমনকী ফিল্ম সিটি ঘুরিয়ে তাঁকে দেখাতে চান জ্যাকলিন। নিয়ে যেতে চান ধারাভি বস্তি এলাকাতেও।
ভারতে এসে এ দেশের খাবার না খেলেই নয়। তাই মরাঠী, দক্ষিণ ভারতীয় ও গুজরাটি কুইজিন খাওয়াতে চান জাসটিনকে।
জ্যাকলিনের কথায়, জাসটিন বিবারের এই ট্যুরকে ‘মাল্টি-ডাইমেনশনাল’ করতে চান। তিনি নিজে বিবারের ট্যুর গাইড হয়ে সেই কাজ সমাপন করার ইচ্ছা প্রকাশ করেছেন।
সূত্র: এবেলা
Be the first to comment on "কোন তারকার সঙ্গে সময় কাটাতে চান বলিউড বিউটি জ্যাকলিন"