শিরোনাম

খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১২ই জুন

খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১২ই জুন

নিউজ ডেস্ক॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১টি মামলায় হাজিরার দিন আগামী ১২ই জুন ধার্য করেছেন আদালত। এই ১১টি মামলার মধ্যে একটি রাষ্ট্রদ্রোহী ও ১২০ নাশকতার মামলা। আজ রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এসব মামলার অধিকাংশই উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে উল্লেখ করে আদালতের কাছে সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদার বিরুদ্ধে ১১টি মামলা হলো দারুস সালাম থানায় রাষ্ট্রদ্রোহের একটি ও নাশতার আটটি এবং যাত্রাবাড়ী থানার দুটি। আজ এই ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "খালেদা জিয়ার ১১ মামলার হাজিরা ১২ই জুন"

Leave a comment

Your email address will not be published.


*