নিউজ ডেস্ক : ভোলার তজুমদ্দিন উপজেলার খাসেরহাট বাজারে আগুন লেগে ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রবিবার (২০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, রাতে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও ভোলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে মালপত্রসহ ৩৫টি দোকান পুড়ে যায়।
এদিকে, খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তজুমদ্দিন থানার ওসি এ কে এম শাহিন মণ্ডল জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।
Be the first to comment on "খাসেরহাট বাজারে আগুন, ৩৫ দোকান পুড়ে ছাই"