শিরোনাম

খিলগাঁওয়ে নিহত হামলাকারীর ব্যাগ থেকে বোমা ও ভেস্ট উদ্ধার

নিউজ ডেস্ক : খিলগাঁও শেখের জায়গা এলাকায় র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টাকারী যুবকের ব্যাগ থেকে তিনটি বোমা ও ভেস্ট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি বোমা নিষ্ক্রিয় করেছে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট।
শনিবার সকালে র‌্যাব-৩ এর সিও লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ গণমাধ্যমকে একথা জানিয়েছেন।
তিনি জানান, ভোর পৌনে ৫টার দিকে ২০-১৫ বছর বয়সী মোটরসাইকেল আরোহী ওই যুবককে সন্দেহ হলে চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যরা তাকে থামার সিগন্যাল দেয়। সে না থামায় তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে কোথা থেকে আসছিল বা কোথায় যাচ্ছিল সে বিষয়ে আমাদের কিছু জানা নেই। নিহত যুবক জঙ্গি কিনা তা এখনও নিশ্চত হতে পারেননি তারা।
র‌্যাব অধিনায়ক আরও বলেন, গুলি করার পর ওই যুবক মোটরসাইকেল থেকে পড়ে যায়। এরপর মেটাল ডিটেক্টর দিয়ে তার দেহে তল্লাশি চালানো হয়। সেটা সিগন্যাল দিলে ধারণা করা হয় যে তার শরীর ও ব্যাগে বিস্ফোরক রয়েছে। পরে ব্যাগ থেকে তিনটি বোমা উদ্ধার করি। সেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলে।
শেখের জায়গায় যে এলাকায় ও ঘটনা ঘটেছে তার আশেপাশে তেমন বসতি নেই। ঘটনাস্থলের কাছে শুধু একটি টিনের ঘর। আর রাস্তার পাশে র‌্যাবের একটি চেকপোস্ট রয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "খিলগাঁওয়ে নিহত হামলাকারীর ব্যাগ থেকে বোমা ও ভেস্ট উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*