শিরোনাম

খুলনায় কিশোরীকে ৩৬ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক : খুলনা মহানগরীর লবণচরা এলাকায় এক কিশোরীকে ৩৬ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছয়জনের নামে মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মামুন সরদার (২২), রাসেল তালুকদার (২৫) ও ধর্ষিতার বান্ধবী মরিয়ম আক্তার (১৮)। পলাতক আসামিরা হলেন আব্দুল হালিম (২০), আল আমিন (১৯), নাইম (১৯)।

লবণচরা থানার ওসি সাইদুর রহমান বলেন, সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের হওয়ার পর অভিযুক্ত ছয়জনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষিতা ওই কিশোরীকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৬ মার্চ বিকালে কৃষ্ণনগর এলাকার ওই কিশোরীকে কাজের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে পার্শ্ববর্তী বৈকালী এলাকায় নিয়ে যান তারই বান্ধবী মরিয়ম আক্তার। এরপর বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে না গিয়ে বিলের মধ্য দিয়ে যাওয়ার কথা বলেন মরিয়ম। সন্ধ্যা ৭টার দিকে তারা শাহ জালাল নগরসংলগ্ন বিল এলাকায় পৌঁছান। এ সময় সেখানে থাকা পাঁচ যুবককে দেখে মরিয়ম দৌড়ে পালিয়ে যান। পরে ওই পাঁচ যুবক কিশোরীকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রেখে ধর্ষণ করে। পরে ২৭ মার্চ দিবাগত রাত ৩টার দিকে কিশোরীকে ছেড়ে দেওয়া হয়। এরপর কিশোরী বাড়ি ফিরে ঘটনা খুলে বলেন। পরে ওই কিশোরী বাদী হয়ে লবণচরা থানায় ছয়জনের নামে ধর্ষণ মামলা করেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "খুলনায় কিশোরীকে ৩৬ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩"

Leave a comment

Your email address will not be published.


*