শিরোনাম

গাবতলীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, রাবার বুলেট-টিয়ার সেল

নিউজ ডেস্ক : রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় পুলিশের সঙ্গে পরিবহণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাতের এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে।

এ সময় পুলিশের একটি র‌্যাকার ভ্যানেও আগুন দিয়েছে পরিবহন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি জলকামান ও সজোয়াযান (এপিসি) ঘটনাস্থলে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

এর আগে আজ মঙ্গলবার বিকেল থেকেই শ্রমিকরা বিক্ষোভ করছিল। পুলিশ তাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও একপর্যায়ে গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ তাদের বাধা দেয়। রাতের দিকে শ্রমিকরা আরও উত্তাল হয়ে উঠলে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (এসি, দারুস সালাম) সৈয়দ মামুন মোস্তফা জানান, পরিস্থিতি শান্ত করতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। তবে এ ঘটনায় কোন শ্রমিককে আটক করা হয়নি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "গাবতলীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, রাবার বুলেট-টিয়ার সেল"

Leave a comment

Your email address will not be published.


*