নিউজ ডেস্ক : চট্টগ্রামে ট্রাকচাপায় সাকেরা বেগম (৪৭) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে নগরীর কোতোয়ালি থানার নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকেরা কক্সবাজার রামু উপজেলার পশ্চিম মেনোরা গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী। তিনি পটিয়া উপজেলার উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সকালে নগরীর বাসা থেকে বের হয়ে তিনি বিদ্যালয়ে যাওয়ার সময় শাহ আমানত সেতু সামনে সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো নগরীর বাসা থেকে বের হয়ে পটিয়ায় উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন সাকেরা বেগম। নতুন ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় শহরমুখী একটি ট্রাক চাপা দেয় তাকে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া জানান, সকালে স্কুলে যাওয়ার সময় নগরীর শাহ আমানত সেতু এলাকায় একটি ট্রাক চাপা দেয় সাকেরা বেগমকে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
Be the first to comment on "চট্টগ্রামে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত"