শিরোনাম

জন্মভূমি নড়াইলে বীরবেশে অভিষেক

মাশরাফির মা হামিদা মোর্তজা ও পিতা গোলম মোর্তুজা স্বপন অভিষেককে মিষ্টিমুখ করান

 

বিপ্লব রহমান, নিজস্ব প্রতিবেদক ঃ
তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। তিনি আর কেউ নয়, আমাদের নড়াইলের সূর্য্য সন্তান অভিষেক দাস অরণ্য। বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম অলরাউন্ডার নড়াইলের অভিষেক দাস অরন্য নিজ জন্মভূমি নড়াইলে আসলেন বীরের বেশে বৃহস্পতিবার দুপুরে নড়াইলে এসে পৌঁছান।
সকাল থেকে প্রিয় খেলোয়াড়কে একবার দেখার জন্য অভিষেকের বাড়ির সামনে শহরের বাঁধাঘাট এলাকায় শত শত মানুষের ভীড়। বাড়ির আঙ্গিনাসহ পুরো বাঁধাঘাট এলাকা সাজানো হয়েছে অভিষেক দাসের বিশ্বকাপ খেলার নানা ধরনের পোষ্টার দিয়ে। সকাল থেকেই সেখানে চলছে উৎসাহ আর উদ্দীপনা। আবালবৃদ্ধবণিতা এসেছিলেন ঘরের ছেলেকে বরণ করার জন্য। বাজনা বাজিয়ে আর কয়েকশ মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে ঘরের ছেলেকে বরণ করার জন্য যশোরে যায় কয়েক’শ মানুষ। তাদের কন্ঠে কেবলই অভিষেক বন্দনা, অভিষেকের জয়গান। যশোর এয়ারপোর্টে প্লেন কিছুটা বিলম্ব হবার কারনে ১টার দিকে যশোর পৌঁছে বিমান। সেখানে আসতেই বাবা অসিত দাস ,মা করুনা দাস,ভাই দীপ্ত দাসসহ অসংখ্য শুভাকাঙ্খী অভিষেককে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন।
যশোর থেকে ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পথে যশোর শহর, চাড়াভিটা, ভাঙ্গুড়া আর তুলারামপুরে প্রিয় ছেলেকে দেখতে মানুষের ভীড় তাদের অভিবাদন গ্রহন করে নড়াইলের পথে।
দুপুর দুইটার পরে নড়াইলে প্রবেশ করে অভিষেকের ইচ্ছা অনুযায়ী চলে যান তার আদর্শ খেলোয়াড় ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার মা হামিদা মোর্তজা কে সালাম করতে। মাশরাফির বাড়িতে তার মা হামিদা মোর্তজা ও পিতা গোলম মোর্তুজা স্বপন অভিষেককে জড়িয়ে ধরেন এবং মিষ্টিমুখ করান।
পরে অভিষেকের জয়ধ্বনি করতে করতে একটি খোলা জীপে করে তাকে আনা হয় নিজ বাড়ি বাঁধাঘাট এলাকায়। এখানে তাকে ফুল দিয়ে বরন করে নেন এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন মাশরাফির বাবা গোলাম মোর্তুজা স্বপন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শরফুল আলম লিটু, হাফিজ খান মিলন, ছাত্রলীগের নেতৃবৃন্দ । বিনয়ী অভিষেক তার খেলার জন্য কোচদের ধন্যবাদ দিতে ভোলেননি,এলাকার প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ভুলত্রুটির জন্য ক্ষমাও প্রার্থনা করেন। এরপর বাড়িতে ঢোকার গেটে তাকে চিরায়ত পদ্ধতিতে বরন ডালায় সাজানো ফুল-দূর্বা দিয়ে বরন করে নেন মা-কাকীরা। এরপর প্রথমে প্রবেশ করেন বৃদ্ধ ঠাকুরমার ঘরে। তিনিও তাকে আগুনোর তাপে ফুল দিয়ে আশির্বাদ করেন। ঠাকুরমাকে নিজের গলার মালা পরিয়ে দেন ভালোবাসার অভিষেক।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জন্মভূমি নড়াইলে বীরবেশে অভিষেক"

Leave a comment

Your email address will not be published.


*