নিউজ ডেস্ক : নিজ রাজ্যের পর্যটনের প্রচারে বলিউডের ‘ভাইজান’ সালমান খানকেই ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্রথম পছন্দ জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির৷ তিনি জানিয়েছেন, নিরাপদে জম্মু-কাশ্মীরে ভ্রমণে আসতে পারেন পর্যটকরা৷ রাজনৈতিক উত্তেজনা নিয়ন্ত্রণে থাকার কারণে এখন অনেকটাই শান্ত জম্মু-কাশ্মীর৷
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা জানিয়েছেন তিনি৷ এমনকি সমস্ত মুম্বাইবাসীকে জম্মু-কাশ্মীরে ভ্রমণের আবেদনও জানিয়েছেন৷ তখনই তাকে প্রশ্ন করা হয়েছিল যে, কোন বলিউড অভিনেতাকে জম্মু-কাশ্মীরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে চান? একবাক্যে মুখ্যমন্ত্রীর উত্তর ছিল- সালমান খান৷ বসন্তে জম্মু-কাশ্মীরে পর্যটকদের আকর্ষণ করতে একটি টিউলিপ ফেস্টিভালেরও আয়োজন করেত যাচ্ছেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷
Be the first to comment on "জম্মু-কাশ্মীরের প্রথম পছন্দ ‘ভাইজান’"