শিরোনাম

জাতিকে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : দেশের শিক্ষক সমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিকে গড়ে তোলার বিরাট দায়িত্ব শিক্ষকদের। আপনার‍া মানুষ গড়ার করিগর। আপনাদের জ্ঞান, বুদ্ধি ও মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে ছেলেমেয়েদের তৈরি করবেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রদত্ত প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৩-১৪ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, খেলাধূলা ও সাংস্কৃতিক চার্চা ও উদ্বোধনী শক্তির বিকাশ ঘটন‍াতে হবে। কারিগরিশিক্ষা ও গবেষণা উন্নয়ন করতে হবে। তোমরা আগামী দিনের সোনার বাংলাদেশ গড়তে নেতৃত্ব দেবে। মনে রাখতে হবে- এই দেশ স্বাধীন দেশ। আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা আত্মসম্মান নিয়ে মাথা উঁচু করে বাঁচব। তিনি বলেন, আমরা শিক্ষা খাতে বেশি ব্যয় করছি। অবশ্য এটাকে আমরা ব্যয় মনে করছি না, বিনিয়োগ মনে করছি। শিক্ষাকে কীভাবে দেশের মানুষের কাজে লাগানো যায় সেদিকে সবাইেক লক্ষ রাখারও আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে শিক্ষা ও গবেষণা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় উন্নয়ন হয়েছে। জঙ্গি সহিংসতার বিষয়ে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নামে সহিংসতা করে ইসলামের বদনাম করা হচ্ছে। এটা তারা কেন করে বুঝি না। মাদকাসক্তি থেকে ছেলেমেয়েদের দূরে রাখতে অভিভাবকদের সতর্ক থাকারও তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জাতিকে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের : প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*