শিরোনাম

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ বাতিল

নিউজ ডেস্ক : সম্প্রতি যুদ্ধাপরাধের অভিযোগের দায়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ বাতিল করা হয়েছে। রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সমর্থন করায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের গত শুক্রবারের বৈঠক তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে।

শুক্রবারের এই বৈঠকে সৌদি আরব ও মিশরসহ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সদস্যপদ পেয়েছেন হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, ইরাক, চীন, ব্রাজিল, রোয়ান্ডা, কিউবা, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপানও টিউনিশিয়া।

জানা যায়, মানবাধিকার সংগঠনের ৮৭ দেশ সিরিয়ার আলেপ্পোতে বিমান হামলার ঘটনাকে কেন্দ্র করে রাশিয়ার সদস্যপদ টিকিয়ে রাখার বিরুদ্ধে ভোট দিয়েছে। আলেপ্পোতে যা হচ্ছে তা নিন্দনীয়। আর সে জন্যই রাশিয়ার সদস্যপদ বাতিলের দাবিতে মত দিয়েছে সবাই। এটা একটি ঐতিহাসিক প্রত্যাখ্যান বলে মন্তব্য করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহকারি পরিচালক অক্ষয়া কুমার।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ বাতিল"

Leave a comment

Your email address will not be published.


*