নিউজ ডেস্ক : সর্বোচ্চ করদাতা ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিবর্তে ১২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড দেবে সরকার। এজন্য জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা (সংশোধিত), ২০১০ খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে জাতীয় ট্যাক্স কার্ডের বিতরণ বৃদ্ধি পেয়েছে প্রায় ৫ গুণ।
এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৬৪টি, প্রতিষ্ঠান পর্যায়ে ৫০টি এবং অন্যান্য ক্যাটাগরিতে ১১ জনকে এই কার্ড দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সকালে সচিবালযে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
সভাশেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, আগামী বছর থেকে জাতীয় ট্যাক্স কার্ড দেয়া হবে ১২৫ জনকে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৬৪ জন, কোম্পানি পর্যায়ে ৫০ জন এবং অন্যান্য ক্যাটাগরিতে ১১ জনকে কার্ড দেয়া হবে। এর মধ্যে বিশেষ শ্রেণিতে ২০ জনের মধ্যে সিনিয়র সিটিজেন পাঁচটি, গেজেটেড মুক্তিযোদ্ধা পাঁচটি, প্রতিবন্ধী দুটি, নারী পাঁচটি ও তরুণ করদাতা তিনটি কার্ড পাবেন।
কোম্পানি পর্যায়ের করদাতার মনোনয়নের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্যাটাগরির আয় নির্ণায়ক হিসেবে বিবেচ্য হবে। এছাড়া ব্যবসায়ী ৫, চিকিৎসক ৫ এবং সাংবাদিকদের মধ্যে ৩ জন এ কার্ডের জন্য মনোনীত হবেন। প্রত্যেক ক্যাটাগরিতে সর্বচ্চ আয়কর দাতারা এ কার্ড পাবেন।
সচিব জানান, ট্যাক্স কার্ড ও সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা বিমানবন্দরের সিআইপি লাউঞ্জ ব্যবহার, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেল বুকিং পেতে অগ্রাধিকার পাবেন। বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। যেকোনো ভ্রমণে বিমান, রেলপথ ও জলপথে সরকারি যানবাহনে টিকিট পেতেও অগ্রাধিকার পাবেন তারা।
এ ছাড়া আজকের বৈঠকে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট গবেষণা আইন-২০১৬ এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় ডি-৮ সনদ অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।
Be the first to comment on "জাতীয় ট্যাক্স কার্ড পাচ্ছেন ১২৫ জন ॥ মন্ত্রিসভার অনুমোদন"