শিরোনাম

জাতীয় প্রেসক্লাবের বর্তমান কমিটি কার্যক্রম চালিয়ে যেতে পারবে

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদে গঠিত বর্তমান কমিটির কার্যক্রমের ওপর হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আরও তিনমাসের জন্য স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ সময়কালের মধ্যে নিম্ন আদালতে ২০১৪-১৫ মেয়াদের সাবেক কমিটির করা মামলা নিষ্পত্তির আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

এর ফলে বর্তমান কমিটি তাদের কার্যক্রম আরও তিনমাস চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে বর্তমান সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের লিভ টু আপিলের নিষ্পত্তি করে বুধবার (২৭ জুলাই) এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ।

বর্তমান সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন সাধন কুমার বণিক। ক্লাবের ২০১৪-১৫ মেয়াদের (সাবেক) সাধারণ সম্পাদক আবদাল আহমেদের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও মো. সালেহউদ্দিন।

মো. সালেহউদ্দিন জানান, তিন মাসের মধ্যে জজকোর্টে করা আবদাল আহমেদের মামলা নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। এ সময় পর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে পারবে মোহাম্মদ শফিকুর রহমানের নেতৃত্বাধীন কমিটি।

গত বছরের জুলাই মাসে ক্লাবের বর্তমান কমিটি গঠিত হওয়ার পর এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে জজকোর্টে মামলা করেন ২০১৪-১৫ মেয়াদের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ। ২২ জুলাই কোনো আদেশ না দিয়ে নিম্ন আদালত মামলাটি নথিভুক্ত করলে এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন আবদাল আহমেদ। এর প্রেক্ষিতে ০৬ আগস্ট বর্তমান কমিটির কার্যক্রমের ওপর ছয়মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন বিচারপতি শরীফউদ্দিন চাকলাদারের একক বেঞ্চ।

নিষেধাজ্ঞার পাশাপাশি রুলও জারি করেন আদালত। রুলে নতুন কমিটির কার্যক্রম পরিচালনায় কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতিসহ সাতজনকে বিবাদী করা হয়। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।

মোহাম্মদ শফিকুর রহমানের আবেদনের প্রেক্ষিতে ওইদিনই রাতে নিজ বাসভবনে আট সপ্তাহের জন্য হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত।

পরে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জাতীয় প্রেসক্লাবের বর্তমান কমিটি কার্যক্রম চালিয়ে যেতে পারবে"

Leave a comment

Your email address will not be published.


*