নিউজ ডেস্ক : জামিনে জেল থেকে ছাড়া পেয়ে ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি। চলতি বছরের ২২ জানুয়ারী তার স্ত্রী দাবিকারী এক তরুণীর মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছিলেন ব্যক্তিগত জীবনে বিবাহিত এই ক্রিকেটার। সম্প্রতি সানি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে তিনি প্রাইম দোলেশ্বরের হয়ে খেলবেন।
প্রিমিয়ার লিগের গত আসরে তিনি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছিলেন। কিন্তু তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হওয়ায় চার ম্যাচের বেশি খেলতে পারেননি। এবার এই বাঁহাতি এই স্পিনারকে দলে নিয়েছে লিগের গত আসরের রানার্স আপ দল দোলেশ্বর। লিগের দুই দিনের দলবদলে শুক্রবার ৮৭ জন ক্রিকেটার দল পেয়েছেন। আর গতকাল শনিবার দলবদল করেন ৫৯ জন ক্রিকেটার।
Be the first to comment on "জামিন পেয়ে ঘরোয়া ক্রিকেটে আরাফাত সানি"