নিউজ ডেস্ক : জয়পুরহাট সদর উপজেলার তেঘর-কুমারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে শিশুকন্যাসহ অজ্ঞাত এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিশুকন্যাসহ ওই গৃহবধূ মারা যান।
জয়পুরহাট সদর থানার ওসি জানান, ‘পুলিশের ধারণা, যেকোনো কারণেই হোক শিশুকন্যাকে নিয়ে ওই গৃহবধূ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হয়েছে। ‘
Be the first to comment on "জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু"