শিরোনাম

টঙ্গীবাড়ীতে বৃদ্ধকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক : টঙ্গীবাড়ী উপজেলার যশলং গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্্র হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। জানাগেছে, উপজেলার যশলং গ্রামের মৃত আলতাজউদ্দিনের ছেলে ইসমাঈল খালাসী (৭০) সাথে তার ছোট ভাই কালাম  খালসীর দির্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে শুক্রবার সকালে ইসমাঈল খালাসী আইনগত পরামর্শের জন্য মুন্সীগঞ্জ আইনজীবী চেম্বারে যাওয়ার সময় যশলং গ্রামের দের বাড়ির সামনের রাস্তায় কালাম খালাসীর ভাড়াটিয়া সন্ত্রাসী যশলং গ্রামের নিজাম খালাসী, দেলোয়ার সেখ, রুহুল দেওয়ান গামছা দিয়ে মুখ বেঁধে হত্যার করার জন্য এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। টঙ্গীবাড়ী থানা এসআই শাহালম জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

basic-bank

Be the first to comment on "টঙ্গীবাড়ীতে বৃদ্ধকে কুপিয়ে জখম"

Leave a comment

Your email address will not be published.


*