নিউজ ডেস্ক : ডাম্বুলায় দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। এদিকে প্রথম ওয়ানডেতে হারের পর সিরিজে ফিরতে মরিয়া স্বাগতিক শ্রীলঙ্কা। ইতিমধ্যেই তাদের দলে এসেছে পরিবর্তন। দলের সাথে সাথে ডাম্বুলার পিচেও এসেছে পরিবর্তন। ন্যাড়া উইকেটের জায়গায় এখন সবুজ ঘাস। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে খেলা।
দ্বিতীয় টেস্টের আগে হঠাৎই লঙ্কান দলে অন্তর্ভূক্ত হয়েছে দুই পেসার। তাদের মধ্যে একজন নুয়ান কুলাসেকেরা। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো করতে পারেননি বলে বাদ দেওয়া পড়েছিলেন। তবে ‘জরুরী অবস্থায়’ আবারও দলে জায়গা পেলেন তিনি। অপর পেসার হলেন নুয়ান প্রদীপ। যদিও অফিসিয়ালি বলা হয়েছে, সুরঙ্গা লাকমালের ইনজুরির কারণেই দুই পেসারকে দলে টানা।
অন্যদিকে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি জিতলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জিতবে বাংলাদেশ।
Be the first to comment on "টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ"