শিরোনাম

টাইগারদের বিপক্ষে লঙ্কান ওডিআই দলে ব্যাপক পরিবর্তন

নিউজ ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওডিআই সিরিজের পর এবার ব্যাপক পরিবর্তন আনা হয়েছে দলটিতে। সেবার প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল শ্রীলঙ্কা।

টাইগারদের বিপক্ষে লঙ্কান দলে ফিরেছেন কুসাল পেরেরা ও থিসারা পেরেরা। অতিরিক্ত ব্যাটসম্যান হিসেবে আছেন দানুশকা গুনাথিলাকা। কিন্তু ইনজুরির কারণে দলে ফিরতে পারেননি নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ফলে তার পরিবর্তে দলনেতা হিসেবে বহাল থাকছেন উপল থারাঙ্গা। আগামী ২৫ ও ২৮ মার্চ ডাম্বুলায় সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। আর ১ এপ্রিল কলম্বোতে তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে। প্রথম দুটি ম্যাচ দিবা-রাত্রির ওয়ানডে।

শ্রীলঙ্কা ওয়ানডে দল:
উপল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান দিকওয়ালা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), কুশাল পেরেরা, দানুশকা গুনাথিলাকা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয়া, থিসারা পেরেরা, সাচিথ পাথিরানা, সেকেগু প্রশন্ন, লাকশান সানদাকান,

ইন: কুশাল পেরেরা, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা।
আউট: চতুরঙ্গ ডি সিলভা, নুয়ান কুলাসেকারা, লাহিরু মাদুসাঙ্কা, জেফরি ভ্যান্ডারসে, সানদুন উইরাকোদে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "টাইগারদের বিপক্ষে লঙ্কান ওডিআই দলে ব্যাপক পরিবর্তন"

Leave a comment

Your email address will not be published.


*