নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন; আহত হয়েছেন অপর ট্রাকের চালক ও দুই সহযোগী।
সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি চালের ট্রাকের সঙ্গে রড বোঝাই বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়।
“এতে রডবোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হন। উভয় ট্রাকের চালকের সহযোগী এবং অন্য ট্রাকের চালক আহত হন।”
এ দুর্ঘটনার কারণে রাস্তা আটকে গেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো সরিয়ে নেওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি সহনীয় হতে থাকে বলে জানান ওসি

Be the first to comment on "টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, মহাসড়কে যানজট"