শিরোনাম

টুইন টাওয়ার ধ্বংসের ১৭ বছর পর আবারও…

টুইন টাওয়ার ধ্বংসের ১৭ বছর পর আবারও...

নিউজ ডেস্ক ॥ ২০০১ সালে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইতিহাসের অন্যতম ভয়াবহ জঙ্গি হামলা ‘৯/১১’ হবার পর আবারও চালু হলো সেখানকার পাতাল রেল স্টেশন। ধ্বংসস্তুপে চাপা পড়ে যাওয়া এই পাতাল রেল স্টেশনটি মেরামত করে নতুন করে চালু করতে লেগে যায় ১৭ বছর। ধ্বংসস্তুপে চাপা পড়ার আগে এই স্টেশনের নাম ছিল কোর্টল্যান্ড স্ট্রিট। এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের স্মরণে নতুন করে ‘ডব্লিউটিসি কোর্টল্যান্ড স্টেশন’ নামে চালু করা হয়েছে। গত শনিবার স্টেশনটি চালু করা হলে সেদিন দুপুরে স্টেশনটি থেকে প্রথম ট্রেন ছেড়ে যায়। নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষ (এমটিএ) চেয়ারম্যান জো লোতা এক বিবৃতিতে বলেন, স্টেশনটি এখন শুধুমাত্র সাবওয়ে নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। তাছাড়া স্টেশনটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাইট পুনরুদ্ধারের প্রতীক। প্রসঙ্গত, ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যাত্রীবাহী দুটি প্লেনের আঘাতে ধ্বসে পড়েছিল টুইন টাওয়ার খ্যাত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এতে প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারান।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "টুইন টাওয়ার ধ্বংসের ১৭ বছর পর আবারও…"

Leave a comment

Your email address will not be published.


*