নিউজ ডেস্ক ॥ নতুন বৈঠক আয়োজন করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। চিঠি গ্রহণের করার কথা নিশ্চিত করে হোয়াইট হাউজ। বিবিসির বরাত দিয়ে জানা যায়, হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ‘চিঠিটি ছিল উষ্ণ ভাবাপন্ন। যা পরমাণু কর্মসূচি বন্ধে পিয়ংইয়ংয়ের সদিচ্ছার প্রতিফলনকে নির্দেশ করে।’ তিনি আরও জানান, ‘চিঠিতে ‘ঐতিহাসিক’ ট্রাম্প-কিম বৈঠকের মতো আরও এমন বৈঠক আয়োজনের আহ্বান জানানো হয়। মূলত ট্রাম্পের সঙ্গে পরবর্তী বৈঠকের সময়সূচি জেনে নেওয়াই ছিল এ চিঠির উদ্দেশ্য। আর আমরা এ ব্যাপারে বেশ আগ্রহী। এ ধরনের বৈঠক আয়োজনের প্রক্রিয়া চলছে।’ তবে পরবর্তী বৈঠক কোথায়, কখন হবে সে বিষয়ে কোন ধারণা দেননি স্যান্ডার্স। অপরদিকে চিঠির ব্যাপারে হোয়াইট হাউজের এমন প্রতিক্রিয়ায় খুশি উত্তর কোরিয়া প্রেসিডেন্ট কিম। তিনি বলেন, ‘উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতাই পারে পরমাণু কর্মসূচীর সমাপ্তি আনতে।
Be the first to comment on "ট্রাম্পের কাছে কিমের চিঠি"