নিউজ ডেস্ক : হোয়াইট হাউজে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার দুই রাষ্ট্রপ্রধানের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প। সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ইরাকে তৎপর উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) নির্মূলের উপায় নিয়েও আলোচনা করেন দুই নেতা। বৈঠকের শুরুতে ট্রাম্প, আইএস দমনে ইরাক সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।
কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প নতুন যে নির্বাহী আদেশ জারি করেছেন, তাতে ইরাকের নাম না রাখায় ধন্যবাদ জানান হায়দার আল আবাদি।
গত জানুয়ারিতে সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প নির্বাহী আদেশ জারি করেছিলেন। পরে অবশ্য আদালত তা আটকে দেয়। গত মাসে এ সংক্রান্ত নতুন আরেকটি নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। এতে মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সুপারিশে ইরাককে রাখা হয়নি।
Be the first to comment on "ট্রাম্পের সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী আল আবাদির বৈঠক"