শিরোনাম

ড্রাইভিং লাইসেন্স নিতে অষ্টম শ্রেণি পাস হতে হবে

নিউজ ডেস্ক : ড্রাইভিং লাইসেন্স নিতে অষ্টম শ্রেণি পাস হতে হবে-এমন বিধান রেখে ‘সড়ক পরিবহন আইন, ২০১৭’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ের সোমবার (২৭ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
১৯৮৩ সালের এ সংক্রান্ত অধ্যাদেশটিতে বড় ধরণের পরিবর্তন এনে নতুন আইনটি করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আইনে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনার শাস্তি দণ্ডবিধি অনুযায়ী দেওয়া হবে।’
খসড়া আইন অনুযায়ী গাড়ি চালানোর সময় চালক মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলেও জানান শফিউল আলম।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ড্রাইভিং লাইসেন্স নিতে অষ্টম শ্রেণি পাস হতে হবে"

Leave a comment

Your email address will not be published.


*