শিরোনাম

ঢামেক ছাত্রলীগের সংঘর্ষ, ছাত্রদের হল ত্যাগের নির্দেশ

নিউজ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় হল ছাড়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।
ঢামেকের অধ্যক্ষ ডা. মুহাম্মদ ইসমাইল খান জানান, কলেজের সাধারণ ছাত্রদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমরা শিক্ষকরা একাডেমিকভাবে বসেছি এবং হল পরিদর্শন করেছি। ছাত্রদের নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার মধ্যে সকল ছাত্রকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
মেডিকেল সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ মার্চ) ঢামেক হাসপাতালের কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আকাশ এবং সাধারণ সম্পাদক রায়হান গ্রুপের মধ্যে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছিল। পরে বিকেলের দিকে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মুনতাসির এবং হাসানুল ইসলামসহ ৫ জন আহত হয়। ঘটনাকে কেন্দ্র করে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আকাশের সাথে কথা বললেও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি তিনি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ঢামেক ছাত্রলীগের সংঘর্ষ, ছাত্রদের হল ত্যাগের নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*