শিরোনাম

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি না করতে চীনের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক : তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করা যাবে না এই মর্মে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছে চীন। একইসাথে আমেরিকাকে ‘এক চীন এক নীতি’ মেনে চলার আহ্বান জানায় দেশটি।

স্বশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক অস্ত্রের বিশাল চালান পাঠাচ্ছে এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরই ওয়াশিংটনের বিরুদ্ধে এ হুঁশিয়ারি উচ্চারণ করল বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের বিরোধিতা করে বলেন, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি হবে ওয়াশিংটনের জন্য বোকামি। তিনি অস্ত্র বিক্রির পরবর্তী প্রতিক্রিয়া সম্বন্ধে অবহিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন।

পাশাপাশি ওয়াশিংটনকে ‘এক চীন এক নীতি’ মেনে চলার আহ্বান জানিয়ে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি না করার সরাসরি অনুরোধ জানান হুয়া চুনইং। তিনি বলেন, চীন-মার্কিন সুসম্পর্ক এবং তাইওয়ান দ্বীপে স্থিতিশীল অবস্থা বহাল রাখতে যুক্তরাষ্ট্রকে এ নীতি মেনে চলতে হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি না করতে চীনের হুঁশিয়ারি"

Leave a comment

Your email address will not be published.


*