নিউজ ডেস্ক : দ্বিতীয় ইনিংসের শুরুতেই ২ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। ঐতিহাসিক শততম টেস্টে আবারও দেখা দেয় পরাজয়ের শঙ্কা। সেই শঙ্কা এখনও কেটে যায়নি। তবে তামিম ইকবাল এবং সাব্বির রহমানের জুটিতে নতুন আশা জাগছে টাইগার শিবিরে। দুজন ইতিমধ্যেই ৫০ রানের জুটি গড়ে ফেলেছেন। তামিম ৪১ এবং সাব্বির ২৩ রানে ব্যাট করছেন। বাংলাদেশের রান ২ উইকেটে ৭৮। জয়ের জন্য চাই ১১৭ রান। হাতে আছে অফুরন্ত সময়।
ব্যাট করতে নেমে ২২ রানেই দুই উইকেট হারিয়েছে মুশফিক বাহিনী। লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথের পরপর দুই বলে ফিরে গেছেন ওপেনার সৌম্য সরকার (১০) ও ইমরুল কায়েস (০)। হেরাথের বলে তুলে মারতে গিয়ে উইকেট দিয়ে দিলেন সৌম্য। লং অফে ক্যাচ নিলেন উপল থারাঙ্গা। হেরাথের পরের বলটি ডিফেন্ড করতে চেয়েছিলেন ইমরুল কায়েস। ভেবেছিলেন টার্ন করবে। কিন্তু টার্ন করেনি। ব্যাটের কানায় লেগে স্লিপে গুনারত্নের তালুবন্দি হলেন তিনি।
এর আগে দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানে দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ১৯১ রানের। নবম উইকেটে ৮০ রানের জুটি গড়েন দুই টেইলএন্ডার ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরা এবং সুরঙ্গা লাকমল। পেরেরা ১৭৪ বলে ৫০ রান করে রান আউট হয়ে যান। শেষে লাকমলকে মোসাদ্দেক হোসেনের ক্যাচে পরিণত করে লঙ্কানদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। মুশফিকদের পঞ্চম দিনের পিচ যতটা খারাপ হওয়ার কথা ছিল, ততটা খারাপ এখনো হয়নি। তবে ব্যাটিং করা কঠিন হয়ে যাচ্ছে।
Be the first to comment on "তামিম-সাব্বিরের জুটিতে লড়াইয়ে ফিরল বাংলাদেশ"