নিউজ ডেস্ক : শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে বিজয়ী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তাসহ সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলম্বোতে ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট খেলা বাংলাদেশ চার উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কাকে।
ঐতিহাসিক এ জয়ের পরপরই প্রধানমন্ত্রী দলের সবাইকে অভিনন্দন জানান বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানান।
তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং ম্যান অব দ্যা সিরিজ সাকিব আল হাসানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিনি দলের সদস্যদের জন্য দোয়া করে বলেছেন, তোমরা ইতিহাস সৃষ্টি করেছ, তোমাদের প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।
Be the first to comment on "তোমরা ইতিহাস সৃষ্টি করেছ, তোমাদের প্রাণঢালা অভিনন্দন : প্রধানমন্ত্রী"