নিউজ ডেস্ক : দক্ষিণ সুদানের ওয়াও বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানে ৪৪ জন যাত্রী ও ক্রু ছিলেন। সোমবার এই দুর্ঘটনা ঘটে বলে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়।
খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার দুপুর ৩টায় সাউথ সুপ্রিম এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। দক্ষিণ সুদানের গণমাধ্যম দ্য কুরিয়ার টুইটারে বিধ্বস্ত বিমানটির ছবি প্রকাশ করেছে।
প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, বিমানটিতে মোট ৪৪ জন যাত্রী ও ক্রু ছিল। তবে আনুষ্ঠানিকভাবে যাত্রীদের তালিকা প্রকাশ করা হয়নি। দেশটির তথ্যমন্ত্রী বোনা গাওদেনসিও বলেছেন, এই মাত্র একটি অ্যাম্বুলেন্স বিমানবন্দর থেকে ১৪ জন আহত ব্যক্তিকে নিয়ে হাসপাতালের দিকে ছুটে গেছে। তাদের অবস্থা স্থিতিশীল।
দেশটির অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে কাজ করছে। ছবিতে শুধু বিধ্বস্ত বিমানটির আগুনে পোড়া পেছনের অংশ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, জুবা থেকে ওয়াও বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হতাহতের খবর প্রকাশ করেনি। তবে দক্ষিণ সুদান আই রেডিও জানায়, বিমানের ধ্বংসাবশেষ থেকে নয়জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Be the first to comment on "দক্ষিণ সুদানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৪৪"