শিরোনাম

দলকে জিতিয়ে মাইলফলক স্পর্শ করলেন মেসি

নিউজ ডেস্ক : স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার জার্সিতে চারশত ম্যাচ জয়ের হাতছানি নিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমেছিলেন দলের সেরা তারকা লিওনেল মেসি। খেলার ৮৬ মিনিটে তার থেকেই জয়সূচক গোলটি আসে। দলকে জেতানোর সঙ্গে নিজেও অনন্য এক মাইলফলকে পৌঁছে গিয়েছেন মেসি।

ম্যাচের ৬৪ মিনিটে বার্সার হয়ে প্রথম গোলটি করেন রাফিনহা। ৭০ মিনিটে দিয়েগো গডিনের গোলে সমতায় ফেরে অ্যাতলেতিকো। পরে মেসির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

বার্সার জার্সিতে ৫৬৬টি ম্যাচে মাঠে নামলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। যেখানে ৪০০টিতেই জয়ের স্বাদ পান ফুটবলের এই জাদুকর। তার খেলা ১০২টি ম্যাচ ড্র হয়, ৬৪টিতে হারের স্বাদ পেয়েছেন তিনি। তবে আজকের ম্যাচটি জিতে ক্যারিয়ার স্মরণীয় করে রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা মেসি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "দলকে জিতিয়ে মাইলফলক স্পর্শ করলেন মেসি"

Leave a comment

Your email address will not be published.


*