শিরোনাম

দীপিকা-রনবীরকে ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান

নিউজ ডেস্ক : সম্প্রতি দিল্লির একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায়নি রণবীর কাপুরকে। যদিও সেখানে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। পরের ঘটনা আরও ভয়াবহ, রণবীর অসুস্থ, হাসপাতালে।
কিন্তু দীপিকাকে দেখা যায় পার্টি করতে! ব্যস, ‘ব্রেক-আপ থিউরি’ ঘোরপাক খাওয়া শুরু! ভক্তরা ধরেই নিয়েছিলেন পর্দার বাইরে সম্ভবত আর ওই জুটিকে একসঙ্গে দেখা যাবে না।
কিন্তু না, সেই জল্পনার অবসান হলো। তাদের দেখা গেল মুম্বাই বিমানবন্দরে। সেই ছবিও প্রকাশিত হয়েছে। তা দেখে আপাতত স্বস্তির নিঃশ্বাসই ফেলতে পারেন দীপিকা-রণবীরের ভক্তরা।
সঞ্জয়লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা, রামলীলা’ ছবির পর থেকে দীপিকা-রণবীরের সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়েছিল। তারপর তারা করেছেন ‘বাজিরাও মাস্তানি’। পর্দায় আসছে এই জুটির পরবর্তী ছবি ‘পদ্মাবতী’ও। কিন্তু সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়। অনেকে বলতে শুরু করেন, দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।
তবে কেন তারা একসঙ্গে বাইরে বের হচ্ছিলেন না, ‘পদ্মাবতী’র প্রচারণার আগে পরিচালক সঞ্জয়লীলার সৌজন্যে সেই রহস্যও অবশ্য ফাঁস হয়েছে। তিনি নাকি দু’জনকে একসঙ্গে বাইরে যেতে বারণ করেছেন।
পরিচালকের এই নিষেধের কারণও আছে। ‘পদ্মাবতী’ সিনেমায় ইতিহাসকে ‘বিকৃত’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগকে ঘিরে এমনিতেই বিতর্ক কম হয়নি। সেই বিতর্ক আরও বাড়িয়েছে সিনেমার একটি দৃশ্যকে নিয়ে। শোনা যাচ্ছে, সেই দৃশ্যে দেখা যাবে, পদ্মাবতী ও আলাউদ্দিন খিলজিকে রোমান্স করতে। যদিও সিনেমা নির্মাতাদের দাবি, সেরকম কোনও দৃশ্যই নাকি নেই!
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "দীপিকা-রনবীরকে ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান"

Leave a comment

Your email address will not be published.


*