শিরোনাম

দুদকের মামলায় জামিন এমপি বদির

নিউজ ডেস্ক : আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার বির্তকিত সংসদ সদস্য আব্দুর রহমান বদি।
সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিনের আদালতে আত্মসমর্পণ করলে তার পক্ষে জামিনের আবেদন জানান তার আইনজীবী। পরে শুনানী শেষে শুনানি শেষে আদালত আসামির অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী। তিনি জানান, ২০০৭ সালের ১৭ ডিসেম্বর দেশে জরুরি অবস্থার চলাকালে আওয়ামী লীগের সাংসদ আব্দুর রহমান বদির বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক-২ আবুল কালাম আজাদ।
মামলায় দুদক বদির বিরুদ্ধে ৭৯ লাখ ৩৭ হাজার ৭৯৭ টাকা ১১ পয়সা জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ এবং ৫৬ লাখ ১১ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করার অভিযোগ আনা হয়।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "দুদকের মামলায় জামিন এমপি বদির"

Leave a comment

Your email address will not be published.


*