শিরোনাম

দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন পেছাল

নিউজ ডেস্ক : প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন পিছিয়েছে। ঢাকায় আগামী ২৬-২৮ নভেম্বর এ সম্মেলন হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে হবে ডিসেম্বরের প্রথমার্ধে।
সচিবালয়ে মঙ্গলবার (২৮ মার্চ) আন্তর্জাতিক প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা-বিষয়ক সম্মেলন-২০১৭ এর উপদেষ্টা কমিটির সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা ছিল নভেম্বরের শেষ সপ্তাহে (২৬, ২৭ ও ২৮ নভেম্বর)। কিন্তু সেই সময়ে জাপানে সেন্দাই ফ্রেমওয়ার্কের দুর্যোগের ওপর আরেকটি সম্মেলন হবে।’
তিনি বলেন, ‘একই সময়ে দুটির তারিখ পড়ে গেছে। সেই আলোকে আমরা আজকের বৈঠকে স্থির করেছি। হলের (বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র) সঙ্গে কথা বলে এটা আগামী ডিসেম্বর মাসের ৪ থেকে ১০ তারিখের মধ্যে ঠিক করব। তবে আমরা মোটামুটি নিশ্চিত যে ডিসেম্বরের প্রথম বা মধ্য সপ্তাহের মধ্যে কনফারেন্সটা আমরা শেষ করতে চাই।’
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘প্রতিবন্ধিতা নিয়ে আন্তর্জাতিকভাবে কাজ করেন সায়মা ওয়াজেদ। ওনার নির্দেশনায় সরাসরি আমরা এ কাজে (সম্মেলন আয়োজন) হাত দিয়েছি, এতে সফলতা পাব বলে বিশ্বাস করি।’
সভায় ২০ সদস্য বিশিষ্ট একটি সাব-উপদেষ্টা কমিটি করা হয়েছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী বলেন, ‘সেটার প্রধান হলেন সায়মা ওয়াজেদ, সভাপতি আমি, সদস্য সচিব হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব। এখানে ৭ থেকে ৮ জন সচিব থাকবেন।’
কাজগুলো সুচারুরূপে করে এ সম্মেলন সফল করতে ১১টি সাব-কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মায়া বলেন, ‘এ কাজগুলো আমরা আজ থেকে শুরু করব। প্রতি ১৫ দিন পর পর সাব-কমিটি কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন দেবে। আর উপদেষ্টা পরিষদ প্রতি মাসের ২৮ তারিখে বসব, কাজ কতটুকু এগোল আমরা তা পর্যালোচনা করব।’
সভায় ১৬টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে শাহ কামাল বলেন, ‘১১টি সাব-কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিগুলো ১৫ কার্যদিবসের মধ্যে একটি পরিকল্পনা প্রণয়ন করে উপদেষ্টা কমিটির কাছে দেবে।’
সম্মেলনের নতুন তারিখ আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব বলেন, ‘এর আগে প্রথম সম্মেলনও ঢাকায় হয়েছিল। ২০১৫ সালে সেই সম্মেলন থেকে আমার ঢাকা ডিক্লারেশন দিয়েছিলাম। ২০১৭ সালেও হয়তো দ্বিতীয় ঢাকা ডিক্লারেশন আবার আসবে। এটা সারা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হবে।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, মহিলা ও শিশু বিষয় সচিব নাছিমা বেগমসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন পেছাল"

Leave a comment

Your email address will not be published.


*