নিউজ ডেস্ক : নওগাঁর মান্দা উপজেলায় ছেলে আশরাফুদ্দৌলা ওরফে লাইটের হাতে মা আকলিমা বিবি (৫৫) খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার সোনাপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আকলিমা বিবি ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জের ধরে মা-ছেলের মধ্যে গতকাল দিনভর ঝগড়া-বিবাদ চলে। রাতে খাওয়া-দাওয়া করে আকলিমা বিবি শয়নঘরে ঘুমানোর জন্য যায়। এ সময় ছেলে আশরাফুদ্দৌলা লাইট মায়ের ঘরে প্রবেশ করে। পরে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে তার মা আকলিমা বিবিকে।
স্থানীয় চেয়ারম্যান ইলিয়াস আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাকে হত্যার পর ছেলে আশরাফুদ্দৌলা পুলিশের নিকট আত্মসমর্পন করেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Be the first to comment on "নওগাঁয় ছেলের হাতে প্রাণ হারাল মা"