নিউজ ডেস্ক: যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ার পর জামায়াতে ইসলামীর ডাকা রোববারের হরতালে সম্ভাব্য নাশকতা এড়াতে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে কোনো ধরনের নাশকতার কথা মাথায় রেখে পরিকল্পনা করেছে পুলিশ।
“পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।”
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে যুক্ত জামায়াত নেতাদের বিচারের পর আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল ও আপিলের রায় ঘোষণা থেকে শুরু করে দণ্ড কার্যকরের পর প্রায় প্রতিক্ষেত্রেই হরতাল ডাকতে দেখা গেছে দলটিকে।
শুরুর দিকে এসব হরতালের সময় ও আগের রাতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন ধরনের নাশকতার ঘটনা ঘটলেও ইদানিংকালে যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা দলটির নেতাকর্মীদের মাঠে দেখা যায় না।
এরপরও অতীতের নাশকতার কথা মাথায় রেখে সে অনুযায়ী টহল বাড়ানো ও বাড়তি চেকপোস্ট বসানোসহ নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের কাজ পুলিশ শুরু করেছে বলে জানান এই বাহিনীর উপ-কমিশনার মারুফ হোসেন।
তিনি জানান, সাদা পোষাকে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত অন্য সংস্থার সদস্যদের সাথে সমন্বয় করে তারা কাজ করছেন।
এদিকে শনিবার সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বাড়তি টহল এবং রাস্তায় যানবাহন, মেস ও আবাসিক হোটেলসহ সন্দেহজনক বিভিন্ন স্থানে পুলিশকে তল্লাশি করতে দেখা যায়।
বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ের পর দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে রোববার সকাল সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতালের বার্তা দেওয়া হয়, যা জামায়াতের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
হরতালের বার্তা আসার পর ইতোমধ্যে চলমান এইচএসসি ও সমমানে রোববারের পরীক্ষা পিছিয়েছে দেশের শিক্ষাবোর্ডগুলো।
মহানগর পুলিশ কর্মকর্তা মারুফ হোসেন সরদার জানান, হরতালকে কেন্দ্র করে যে কোনো ধরনের পরিস্থিত মোকাবেলা করতে তারা প্রস্তুত রয়েছেন।

Be the first to comment on "নিজামীর জন্য জামায়াতের হরতালে ঢাকায় বাড়তি নিরাপত্তা"