নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে সন্ত্রাস-জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মাগুরায় জনসভায় প্রধানমন্ত্রী প্রত্যয়ব্যক্ত করে বলেন, আগামী ২০১৯ সালের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন, আপনাদের কাছে এটাই আমার প্রত্যাশা।
মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে জেলার মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
একটা সুন্দর সমাজ গড়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। আপনাদের কাছে আমার একটাই দাবি বা আবেদন, এখানে (মাগুরায়) যেন কোনো রকম সন্ত্রাস স্থান না পায়। মাদক যেন কেউ গ্রহণ না করে। ছেলেমেয়েরা মাদক থেকে বেরিয়ে আসে সেই ব্যবস্থা করতে হবে। অভিভাবকদের বলবো, ছেলে-মেয়েদের সঙ্গে কথা বলেন; তারা যেন বিপথে না যায়।
আমরা বলেছিলাম বাংলাদেশকে ডিজিটাল করবো, সেটাই করেছি- এমন মত দিয়ে শেখ হাসিনা বলেন, যদি বিএনপি আমলের কথা বলি- তারা যখন ক্ষমতায় ছিল তখন কারো হাতে তো মোবাইলই ছিল না। অনেক দাম ছিল মোবাইলের।
মাগুরাবাসীর জন্য তিনি বলেন, আমি কিন্তু খালি হাতে মাগুরায় আসিনি। উপহার নিয়ে এসেছি। অনেক উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করা হলো।
এ সময় তিনি মঙ্গলবার উদ্বোধন করা প্রকল্পগুলোর কথা তুলে ধরেন। পাশাপাশি বলেন, মাগুরাবাসীর দাবি রেল লাইন; এটি যাতে হয়, সেই ব্যবস্থা করবো।
১৯৯৪ সালে এই জেলায় উপ-নির্বাচনে বিএনপির ভোট চুরি এবং চুরির দায়ে বিএনপি নেত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ক্ষমতাচ্যুত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। জানান, বিএনপি শুধু মানুষকে অত্যাচার-নির্যাতনই করেছে। এছাড়া কিছুই দিতে পারেনি। দেশের উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের হাত ধরে।
Be the first to comment on "নৌকা মার্কায় ভোট দিয়ে আ’লীগকে জয়যুক্ত করবেন"