শিরোনাম

নড়াইলে অগ্নিবীণা’র মানববন্ধন

নড়াইলে অগ্নিবীণা’র মানববন্ধন

নড়াইল প্রতিনিধি॥ নড়াইলে মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষা পরিষদের উদ্যোগে শনিবার (২৫ মার্চ) বেলা ১১টায় নড়াইল চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘অগ্নিবীণা’র চেয়ারম্যান এইচএম সিরাজ, মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, সাংবাদিক কার্তিক দাস, সাথী তালুকদার ও কবি মাহাবুবুর রহমান মিঠু প্রমুখ। বক্তারা, নড়াইলসহ প্রতিটি জেলায় রাজাকারদের নামফলক স্থাপনের দাবি করেন। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিহতসহ এ কাজের সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি, প্রকৃত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের পূর্ণাঙ্গ তালিকা জাতীয়ভাবে প্রকাশ, নড়াইল জেলার গুরুত্বপূর্ণ স্থানে শহীদ ও বীরাঙ্গনা স্মৃতিস্তম্ভ নির্মাণ, মায়েদের অবদান ও আত্মত্যাগকে মুক্তিযুদ্ধের মর্যাদাদান এবং মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রজাতন্ত্রের কর্মচারীরা দাঁড়িয়ে সালাম প্রদান মর্মে সংসদে আইন পাশের দাবি জানান। মানববন্ধনে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "নড়াইলে অগ্নিবীণা’র মানববন্ধন"

Leave a comment

Your email address will not be published.


*