নড়াইল প্রতিনিধি॥ নড়াইলে মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষা পরিষদের উদ্যোগে শনিবার (২৫ মার্চ) বেলা ১১টায় নড়াইল চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘অগ্নিবীণা’র চেয়ারম্যান এইচএম সিরাজ, মুক্তিযুদ্ধের চেতনা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, সাংবাদিক কার্তিক দাস, সাথী তালুকদার ও কবি মাহাবুবুর রহমান মিঠু প্রমুখ। বক্তারা, নড়াইলসহ প্রতিটি জেলায় রাজাকারদের নামফলক স্থাপনের দাবি করেন। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধা প্রতিহতসহ এ কাজের সাথে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি, প্রকৃত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের পূর্ণাঙ্গ তালিকা জাতীয়ভাবে প্রকাশ, নড়াইল জেলার গুরুত্বপূর্ণ স্থানে শহীদ ও বীরাঙ্গনা স্মৃতিস্তম্ভ নির্মাণ, মায়েদের অবদান ও আত্মত্যাগকে মুক্তিযুদ্ধের মর্যাদাদান এবং মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রজাতন্ত্রের কর্মচারীরা দাঁড়িয়ে সালাম প্রদান মর্মে সংসদে আইন পাশের দাবি জানান। মানববন্ধনে গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন।
Be the first to comment on "নড়াইলে অগ্নিবীণা’র মানববন্ধন"